শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের নাম থেকে বাদ দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু’। গত রবিবার (১০ নভেম্বর) বিকেলে নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় ইনস্টিটিউটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম পরিবর্তনের প্রতিক্রিয়ায় ইন্সটিটিউটের ৫২তম ব্যাচের শিক্ষার্থী সাকিব ইসলাম বলেন, ‘বহুদিন ধরে আমরা ইনস্টিটিউটের নাম পরিবর্তনের বিষয়ে দাবি জানিয়ে আসছিলাম। এ নামের কারণে ইনস্টিটিউটের বিষয়বস্তু সম্পর্কে অন্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্পষ্ট ধারণা পেত না। এখন থেকে সেটা পাবে। শিক্ষার্থীরা তাদের ইনস্টিটিউটের পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করবে।’