শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
মোঃ ফাহাদ আহমদঃ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্ব) সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলার তালিকাভুক্ত এক আসামী ফাঁড়ি এলাকার পাশর্^বর্তী সাদীপুর এলাকায় অবস্থান করছে। তাৎতক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাসের নেতৃত্বে এএসআই সোহাগ মিয়াসহ সঙ্গীয় একটি পুলিশ ফোর্স ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার তরাব উল্লার পুত্র মোঃ রহমান মিয়াকে (৩৮) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শেরপুর ফঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাস বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মোঃ রহমান মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আসামীকে সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনকে সমর্থন করে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিলে একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সবুজ বাদী হয়ে ১টি মামলা দায়ের করেছেন।