শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী। তিনি চলচ্চিত্র ও টিভিনাটকে অভিনয় করে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বেশকিছু জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। বাংলাদেশের অনেক দর্শক পাকিস্তানি নাটক দেখেন কেবল এই অভিনেত্রীর জন্যই। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীদের ব্যক্তিজীবন নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রায় প্রশ্ন আসে কবে বিয়ে করবেন হানিয়া। এবার সে প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী।
সম্প্রতি কানাডায় আছেন হানিয়া। সেখানে টরন্টোতে ভক্তদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অভিনেত্রীকে বিয়ে সম্পর্কে প্রশ্ন করতেই জবাব দেন, ‘এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি সাধারণ নারী, যখনই আমি বিয়ে করি না কেন, ঘোষণা দিয়েই বিয়ে করব।’
এ অনুষ্ঠানে পেশাগতজীবনের বাইরে ব্যক্তিগতজীবন নিয়ে আরও নানা প্রশ্নের উত্তর দেন এই তারকা। যা ভক্তরা গিলেছেন গোগ্রাসে।
হানিয়ার জনপ্রিয়তা উপমহাদেশজুড়ে। ‘কাভি মে কাভি তুম’সহ বেশ কয়েকটি পাকিস্তানি ড্রামাতে অভিনয়ের সুবাদে এই জনপ্রিয়তা তার। সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন মিলিয়ন মিলিয়ন নেটিজেন। সারাক্ষণই তাদের চোখ ঘোরে অভিনেত্রীর ওয়ালে।