1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দুর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় আনছার আলী খাঁন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আনছার আলী উপজেলার পানানগর ইউনিয়নের খাঁপাড়া গ্রামের বাসিন্দা ও পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী খাঁনের বড় ভাই।

নিহতের চাচাতো ভাই আজিজুর রহমান বলেন, আনছার আলী খাঁ বুধবার বেলা ১১টার দিকে বাজার করতে সিংগা হাটে আসেন। বাজার শেষে বাড়ি ফেরার সময় হোজা নদীর ওপর নির্মিত সেতুর কাছাকাছি যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনসার আলী নিহত হোন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে ট্রাকটি কোথায় অবস্থান করছে এ বিষয়ে অনুসন্ধান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট ও থানায় অপমৃত্যু মামলা রুজু শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..