বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : মাদারীপুর: মাদারীপুরে মৎস্যজীবী দলের জেলা শাখার সভাপতি ও নবগঠিত বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যকরী সদস্য সায়েম বেপারীকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দুপুরে মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপিপন্থি নব গঠিত বাস মালিক সমিতির এক সভার আয়োজন করা হয়। এই নতুন কমিটির সভা পণ্ড করার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় মৎস্যজীবী দলের জেলা শাখার সভাপতি, বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যকরী সদস্য সায়েম বেপারীকে কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় নেতাকর্মীরা সায়েমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।