শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন
মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টার: শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাইওয়ে থানা ভবনে ঐ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ানের সভাপতিত্বে ও এসআই হাদিউল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ নূরুল ইসলাম, খলিলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমদাদ মোহাম্মদ সিরাজ, হাইওয়ে থানা জামে মসজিদের খতিব মাওলানা আলামীন ইসলাম যুক্তিবাদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা জাহাঙ্গীর খাঁন, ইউপি সদস্য সেলিম মিয়া, ব্যবসায়ী সৈয়দ হোমায়েল আহমেদ, বিএনপি নেতা মোফাদ আহমেদ, সামাজিক সংগঠন হামরকোনা বয়েস ক্লাবের প্রধান উপদেষ্টা মুদরত আহমেদ মোহন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের অনেকেই।
এ সময় উপস্থিত সকলেই হাইওয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন- সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল শেরপুর একটি জনগুরুত্বপূর্ণ জায়গা। মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনারোধে সার্বক্ষণিক শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ট্রাফিক পুলিশের বিকল্প নাই।
এছাড়াও বক্তারা- হাইওয়ে থানা এলাকাধীন আজাদ বখত স্কুল এন্ড কলেজ রোডে দুর্ঘটনা কবলিত গাড়ি না রেখে নির্ধারিত স্থানে গাড়িগুলো ডাম্পিং করে রাখা, মহাসড়ক এলাকাধীন বাজারগুলোতে যথাযথ জাগায় গাড়ি পার্কিং ব্যবস্থা নিশ্চিতকরণ, যত্রতত্র অবৈধ ভাসমান স্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, দুর্ঘটনারোধে মহাসড়কে খানাখন্দের দূরীকরণ ও সকলের জন্য আইনের যথাযথ ব্যবহার নিশ্চিত করণসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।