কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ পর্যন্ত গত ২ সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ২ নারীসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকালে করোনায় আক্রান্ত হয়ে ব্যাংকার ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ (৩৮) নামে ১ জন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম রিয়াদ করোনা পজিটিভ নিয়ে গত ১২ জুলাই সিলেট শামসুদ্দিন হাসপাতালে ও পরবর্তীতে সিলেট রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯ টায় তিনি মৃত্যুবরণ করেছেন। পরে ওইদিন মরহুমের লাশ বাড়িতে নিয়ে আসার পর কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের লিডার ইকবাল হোসেন সুমনের নেতৃত্বে টিমের সদস্যরা দুপুর আড়াইটায় দাফন কাজ সম্পন্ন করেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই একই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর কুলাউড়ার বাসিন্দা হারিছ খাঁন ও লৈয়ারহাই নিবাসী হেনা বেগম, ৪ জুলাই হোসেনপুর গ্রামের বাসিন্দা সুমন আহমদ লেবু এবং ৫ জুলাই পৌরসভার নতুনপাড়া এলাকার বাসিন্দা মাও. মো. ইউছুফ আলী ও নাছনী গ্রামের সালেহা বেগম, ৯ জুলাই আলমপুর গ্রামের বাসিন্দা হাজী শামছুল ইসলাম ইরা মিয়া ও রনচাপ গ্রামের আব্দুর রহমানসহ এ পর্যন্ত মোট ৮ জনের মৃত্যু হয়েছে।