বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ঢাকা: সচেতনতা বাড়াতে পারলে ডেঙ্গুতে একজনও মারা যেত না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ‘ডিমেনশিয়া যত্ন ও নাগরিক মৌলিক অধিকার সংরক্ষণবিষয়ক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নূরজাহান বেগম বলেন, প্রতিদিন ডেঙ্গুতে লোক মারা যাচ্ছে। ডেঙ্গুতে কি লোক মারা যাওয়ার কথা ছিল, একদমই ছিল না। আমরা যদি সচেতনতা বাড়াতে পারতাম, যেসব জায়গা ডেঙ্গু লার্ভা হচ্ছে সেগুলো যদি মূল উৎপাটন করতাম তাহলে ডেঙ্গুতে একজনও মানুষও মারা যেত না। কিন্তু কে কার কথা শুনছে।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমাদের সবার দায়িত্ব আছে, আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি, তাহলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারবো। এই বিশ্বাস আমার আছে, বাঙালি অনেক বার দেখিয়েছে। বিশেষ করে আমাদের ছাত্র এবং কর্মজীবী মানুষেরা, আমরা তাদের যদি কাজে লাগাতে পারি, অনেক কিছুই করতে পারবো।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল মো. আজিজুল হক। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. হালিদা হানুম আখতার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।