1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সাবেক কৃষিমন্ত্রী মো.আব্দুস শহীদকে এক দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার পঠিত

স্টাফ রিপোটার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় পতিত আওয়ামীলীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো.আব্দুস শহীদকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেটের আদালতের ২নং আমলী আদালত।
বুধবার সকাল ১১টায় কড়া নিরাপত্তার মধ্যদিয়ে প্রিজন ভ্যানে করে আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তাকে ২নং আমলী আদালতের বিচারক মিছবাহুল হকের আদালতে তোলা হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবি তার ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে বিবাদী পক্ষের আইনজীবি উনার বয়স ও অসুস্থতা দেখিয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করেন।
এসময় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কোর্ট এলাকায় নেয়া হয় ব্যাপক পুলিশী নিরাপত্তা ব্যবস্থা। এ সময় আদালত এলাকায় উৎসুক জনতা ভুয়া ও চোর ¯েøাগানে ধিক্কার জানান তাকে।

এসময় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কোর্ট এলাকায় নেয়া হয় ব্যাপক পুলিশী নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল আহাদ গত ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে আদালতে হাজিরার জন্য গত ২৪ নভেম্বর সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..