শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন শেষে বোঝা যাচ্ছিল বাংলাদেশের হারটা কেবল সময়ের ব্যাপার। হলোও তাই। আজ টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনে মাত্র ৭ ওভার টিকল বাংলাদেশ। শেষ ৩ উইকেটে যোগ হয়েছে ২৩ রান।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস থেমেছে মাত্র ১৩২ রানে। হারের ব্যবধান হয়তো আরও একটু কমতে পারতো। শরিফুল রিটায়ার্ড হার্ট হলে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেল। ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ তুলেছিল ৭ উইকেটে ১০৯ রান।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে জাস্টিন গ্রেভসে সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রানে বাংলাদেশও ইনিংস ঘোষণা করেন।
১৮১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের তোপে ১৫২ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। ৬৪ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তাসকিন।