শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : নীলফামারী: আগামী শনিবার (৩০ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুরে আসছেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। শনিবার সকাল ১০টায় বেসরকারি একটি ফ্লাইটে নিজ জন্মস্থানে আসবেন তিনি।
সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মাহফিলে যোগ দেবেন তিনি।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন জানান, বিমানবন্দর থেকে বেবী নাজনীন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অসুস্থ শাহিন আকতারের বাসায় যাবেন। তারপর বিকেলে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্র-আন্দোলনে সারা দেশে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেবেন। তিনি বলেন, দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে ওইদিন সন্ধ্যায় ঢাকা ফিরে যাবেন। সৈয়দপুরে আসার বিষয়টি নিশ্চিত করেন বেবী নাজনীনের ভাই সাংবাদিক এনাম সরকার। তিনি বলেন, দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে ওইদিন সন্ধ্যায় ঢাকা ফিরে যাবেন বেবী নাজনীন। দীর্ঘ প্রবাস জীবন শেষে ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন বেবী নাজনীন। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী শাসনের ১৬ বছরে বেবী নাজনীন নানাভাবে প্রতিহিংসার শিকার হন। বন্ধ হয়ে যায় তার পেশাগত কর্মকাণ্ড। অহেতুক আটকসহ নানা হেনস্থার মুখে প্রায় আট বছর আগে দেশ ছাড়তেই বাধ্য হন তিনি। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত তারকা বেবী নাজনীন।