রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
বিশ্বজিত কর: মৌলভীবাজার শহর থেকে আরও ২১রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে শিশুও রয়েছে।
আজ শনিবার (১৭জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায় নি। তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। এএসপি বলেন,আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে। এখন একেকজন একেক কথা বলছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এর আগে গত ১৩জুলাই মৌলভীবাজার থেকে আরও ১৪জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ। মৌলভীবাজার শহরের কোদালীপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, ৫দিন আগে কক্সবাজারের কুতুপালং এবং বালুখালি ক্যাম্প থেকে বিশেষ কৌশলে বেরিয়ে রোহিঙ্গারা প্রথমে চট্টগ্রামে আসে। সেখানে কোনো কর্মসংস্থান করতে না পেরে রোহিঙ্গা দুই পরিবারের সদস্যরা মৌলভীবাজারে চলে আসে। গোপন সংবাদের খবর পেয়ে তাদেরকে আটক করা হয়েছে।