মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : এজেন্সি ১৪৩ এন্টারটেইনমেন্টের সিইওর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তুলে ব্যান্ড ছেড়েছেন কে-পপ গায়িকা গাইন। কোরীয় অনলাইন গণমাধ্যম সুম্পি ডটকম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
তিন সদস্যের ‘লাইমলাইট’ ব্যান্ড থেকে গত সেপ্টেম্বরে ‘মেইডেন’ নামে শুরু হয় গার্লস গ্রুপটির নতুন যাত্রা। দুই মাসও পেরোতেই ভাঙনের কবলে পড়ল মেইডেন। গাইন ছিলেন ব্যান্ড দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য। নিজের ইনস্টাগ্রাম থেকে মেইডেন-সংক্রান্ত সব পোস্ট মুছে দেন এই গায়িকা।
গত শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে গাইনের দল ত্যাগের খবর জানিয়েছে ১৪৩ এন্টারটেইনমেন্ট। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, গাইন আজ থেকে আর আমাদের সঙ্গে নেই। সেপ্টেম্বরে মেইডেনের কার্যক্রম শুরুর পর ব্যাপক অবদান রেখেছিলেন গাইন। ব্যক্তিগত কারণে দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
গুঞ্জন ছড়িয়েছে, ১৪৩ এন্টারটেইনমেন্টের সিইওর দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছেন গাইন। এ কারণে ব্যান্ড থেকে সরে দাঁড়িয়েছেন। ওই সময় একটি অডিও রেকর্ড ভাইরাল হয়, যা থেকে জানা গিয়েছিল, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আপত্তিকর প্রস্তাবও দিয়েছেন গাইনকে। শুধু তা-ই নয়, তার সঙ্গে যৌন সম্পর্ক করতে জোরাজুরিও করেন সিইও।