1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এবার ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে তৃপ্তি, তিনি কে?

  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ‘অ্যানিমেলে’ রণবীরের শয্যাসঙ্গী বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি এবার ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ধরা পড়তেই মুখ লুকালেন। ‘ভাবি ২’-এর প্রেমিক আনুশকা শর্মার ভাইয়ের সঙ্গে প্রেমভাঙার পর এ ব্যবসায়ীকেই নাকি মন দিয়েছেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, রোববার মুম্বাইয়ে প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে একফ্রেমে বন্দি হলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। যদিও পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই মুখ লুকালেন তিনি।

দুজনের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগম্যামে ভাইরাল হয়েছে। তৃপ্তি দিমরি ব্লকবাস্টার ছবি অ্যানিমেলে রণবীরের সঙ্গে বেশ কিছু যৌনদৃশ্যে অভিনয় করেছিলেন। সেই নিয়ে কম সমালোচনা হয়নি। তারপর থেকেই চর্চায় অভিনেত্রী।

তারকাদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি নতুন কিছু নয়। ভুলভুলাইয়া ৩-র মতো ব্লকবাস্টার ছবি এখন তৃপ্তির ঝুলিতে। সারাক্ষণ তার পেছনে ক্যামেরা নিয়ে ধাওয়া করেন পাপারাজ্জিরা। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের রাস্তায় তৃপ্তিকে চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্টের বাইকের পেছনে ধরে ফেললেন পাপারাজ্জিরা। ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নেন অভিনেত্রী। তার পরনে ছিল সাদা টপ ও নীল প্যান্ট। কালো মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন তৃপ্তি। তাতেও মিলল না রেহাই। এই প্রথমবার তৃপ্তিকে তার চর্চিত প্রেমিকের সঙ্গে দেখা গেছে তেমনটি নয়; চলতি বছরের আগস্টে পালি ভবনে স্যামের সঙ্গে ডিনার ডেটে দেখা গিয়েছিল তাকে। এর আগে তৃপ্তির ‘ব্যাড নিউজ’ ছবিটির রিভিউও করেছিলেন স্যাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তৃপ্তি ও ভিকি কৌশলের ‘তওবা তওবা’ গানের একটি ক্লিপ পোস্ট করে স্যাম লিখেছিলেন— দারুণ পারফরম্যান্স। জানা গেছে, আনুশকা শর্মার ভাই অভিনেতা কর্নেশ শর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই স্যামের সঙ্গে সম্পর্কে জড়ান তৃপ্তি। ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ্যে আসে তৃপ্তি ও কর্নেশের বিচ্ছেদের কথা। পেশায় ব্যবসায়ী তৃপ্তির বর্তমান প্রেমিক।

তৃপ্তিকে সর্বশেষ কার্তিক আরিয়ানের বিপরীতে ভুলভুলাইয়া ৩-তে দেখা গিয়েছিল। সেই ছবির প্রচারে কপিল শর্মার শো-তে পৌঁছে সুনীল গ্রোভারের প্রশ্নে বিব্রত হয়েছিলেন তৃপ্তি। সুনীল (ডাফলি) তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন অ্যানিমেল ছহিচে রণবীরের সঙ্গে তৃপ্তি যা কিছু করেছিলেন, সেগুলো কি শুধু পর্দাতেই সীমাবদ্ধ নাকি বাস্তবে তেমন কিছু ঘটেছিল। ডাফলিকে বলতে শোনা যায়, রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেলে আপনি যা কিছু করেছেন, আমি আশা করি যে ওগুলো শুধু শুটিংই ছিল, বাস্তবে তেমন কিছু ঘটেছিল কী?

হাসিমুখেই জবাব দেন তৃপ্তি— একদমই নয়। অনেকে এ ঘটনাকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও, অনেকের চোখেই এ বিষয়টি অস্বস্তিকর ঠেকেছিল।

উল্লেখ্য, আগামীতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধর্মা প্রোডাকশনের ধড়ক ২-তে দেখা যাবে অভিনেত্রীকে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..