1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে হারলেও লা লিগায় জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয় জয়ে তারা লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে। সবচেয়ে স্বস্তির বিষয়, গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। গোলমুখের সামনে তার পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। গেতাফের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলের জয়ে তার সঙ্গে জালের দেখা পেয়েছেন জুড বেলিংহ্যামও।

এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। বার্সার (৩৪) চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পেছনে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদকে (৩২) টপকে দুই নম্বরে উঠে গেছে মাদ্রিদ ক্লাব।

রিয়াল দুটি গোলই করেছে প্রথমার্ধে। ৩০তম মিনিটে বেলিংহ্যাম পেনাল্টি থেকে জাল কাঁপান। আট মিনিট পর এমবাপ্পে গোল করেন। দ্বিতীয়ার্ধে দুইবার গোলপোস্ট বাধা না হয়ে দাঁড়ালে গেতাফে পয়েন্ট ভাগাভাগি করতে পারতো। ২৭ মিনিটে আন্তোনিও রুদিগারের ক্রস বেলিংহ্যাম হেড করার আগেই পাঞ্চ করে ফিরিয়ে দেন ডেভিড সোরিয়া।

পরের মিনিটে বাজে পেনাল্টির বাঁশি। কর্নার থেকে উড়ে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে রুদিগারকে বক্সের মধ্যে ফাউল করেন অ্যালান নিয়ম। পেনাল্টি কিক নেন বেলিংহ্যাম। ইংলিশ মিডফিল্ডার ঠাণ্ডা মাথায় গোলপোস্টের মাঝখান দিয়ে জালে বল জড়ান। এই মৌসুমে এটি তার তৃতীয় লিগ গোল।

পরে রক্ষণে ফাঁক রাখার খেসারত দিতে হয়েছে গেতাফেকে। বেলিংহ্যাম খুঁজে পান এমবাপ্পেকে। বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তার এটি দশম গোল, লিগে অষ্টম। শীর্ষ লিগে দুইশতম গোল থেকে আর একটি দূরে এমবাপ্পে। এএস মোনাকো (১৬), পিএসজি (১৭৫) ও রিয়ালের (৮) হয়ে শীর্ষ ঘরোয়া ফুটবলে ১৯৯ গোল করলেন তিনি।

৫০তম মিনিটে আবারও রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজে। এমবাপ্পের শট হুয়ান বেরোকালের বাহুতে লাগে। ভিএআর যাচাইয়ে সিদ্ধান্ত পাল্টে যায়। বল তার হাতে লাগার আগে পায়ে লেগেছিল। ছয় মিনিট পর গেতাফের বদলি খেলোয়াড় ক্রিস্টান্টাস উচের শট কাছের পোস্টে আঘাত করে লক্ষ্যভ্রষ্ট হয়।

রিয়াল তৃতীয় গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে রদ্রিগো ও এমবাপ্পের সুযোগ নষ্টের কারণে। ৮৫তম মিনিটে জন প্যাট্রিকের একটি শট পোস্টে আঘাত করলে ব্যবধান কমাতে পারেনি গেতাফে। শেষ দিকে গোলবারের পাশ দিয়ে বল মারেন এমবাপ্পে। তাতে ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..