শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই আহত হয়েছেন আরও অনেকে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরেতে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। একজন চিকিৎসক জানান, ‘প্রায় ১০০ জন মারা গেছেন’ এবং স্থানীয় হাসপাতাল ও মর্গ লাশে পরিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। অনেক লাশ করিডরের মেঝেতেও পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।
স্থানীয় হাসপাতালটির চিকিৎসকদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা অনুমতি নেই বিধায় অপর এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নিহতের সংখ্যা কয়েক ডজন।’ তিনি প্রকৃত সংখ্যা উল্লেখ করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় স্টেডিয়ামের বাইরে রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনেক মানুষে দৌড়ে পালাচ্ছেন এবং বহু মানুষ মাটিতে পড়ে আছেন। তবে তাঁরা মারা গেছেন নাকি আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, শতাধিক মানুষ মারা যাওয়া ছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে না চাওয়া এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সবকিছু শুরু হয় মূলত রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত থেকে। এরপর দুই দলের সমর্থকেরাই মাঠে ঢুকে পড়ে।’ এরপরই শুরু হয় সংঘাত। এনজেরেকোরে গিনির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এবং রাজধানী কোনাক্রি থেকে প্রায় ৫৭০ কিলোমিটার (৩৫০ মাইল) দূরে। শহরটির জনসংখ্যা প্রায় ২ লাখ।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গিনির সামরিক শাসক মামাদি দুম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল এই ম্যাচ। দুম্বুয়া ২০২১ সালের সেপ্টেম্বরের এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন এবং নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করেন।