রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : মাদারীপুর: মাদারীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিয়েছে গরুবাহী একটি পিকআপভ্যান। এতে গিয়াস উদ্দিন হাওলাদার (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা পিকআপভ্যানের যাত্রী।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে জেলার মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন হাওলাদার মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- সদর উপজেলার বৈরাগীরহাট এলাকার রাজ্জাক বেপারীর ছেলে আলেম ব্যাপারী, দুধখালী এলাকার দাদন ব্যাপারী (৫০) ও একই এলাকার দোলোয়ার খান (৫১)।
জানা গেছে, শরীয়তপুরের মনোহর বাজার থেকে পিকআপভ্যানে করে গরু নিয়ে মাদারীপুরে ফিরছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এলে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় গরুবাহী পিকআপভ্যানটি। এতে পিকআপভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলে ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাওলাদার মারা যান। আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।