রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির নতুন আহবায়ক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সাবেক পৌরসভার মেয়র জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।
আজ সোমবার সন্ধ্যায় সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় ও মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির আহবায়ক ও জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যগণের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, আজীবন নতুন সদস্যদের জন্য ৯০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে যারা আজীবন সদস্য হতে হলে তাদের জন্য ৭হাজার টাকা ফি পরিশোধ করতে হবে, সাধারণ সদস্যদের জন্য ফি ৫শত টাকা ও বার্ষিক চাঁদা ৩০০ টাকা পরিশোধ করতে হবে ও ছাত্রের জন্য চাঁদা ফ্রি।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী ও দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, জেলা পরিষদের নির্বাহী শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, এডভোকেট মাহবুবুর রহমান রুহেল, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন, হুমায়ূন রশিদ, অ্যাডভোকেট আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী প্রমুখ।