রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপরাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ ও হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মোবাশ্বির দৈনিক মৌমাছি কন্ঠকে জানান, সোমবার রাত ৮ টায় ফেঞ্চুগঞ্জ- মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নামক স্থানে দ্রুতগতির মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় স্থানীয়রা মোটরসাইকেল আরোহী তিনজন যুবককে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রাফি ও শাকিনকে মৃত ঘোষণা করেন। আহত রাজু ধরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ী আটক করলেও চালক পালিয়ে গেছে।