1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অস্কারের দৌড়ে ইমনের বাংলা গান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় পুরস্কার জিতে ইতোমধ্যেই সম্মান এনে দিয়েছিলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। এবার অস্কারের দৌড়ে শামিল হলো তার গান।

জানা গেছে, এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। সেই তালিকায় জ্বলজ্বল করছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি।

ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত সিনেমা ‘পুতুল’-এর জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। ডিসেম্বরের শুরুতেই সামনে এল বড় সুখবর।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সারেগামাপার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ইমন। যার মাঝে এই খবর পেয়ে খানিক অবাক তিনিও। দ্য ওয়াল-কে গায়িকা জানিয়েছেন, ‘আমার ভাল লাগছে, আনন্দ হচ্ছে খুব…আমি সুপার হ্যাপি। আমি নিজের থেকেও বেশি খুশি, বাংলা গান নমিনেশন পেয়েছে। ’

লায়ন কিং-এর মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করবে বাংলার পথশিশুদের নিয়ে তৈরি গান ‘ইতি মা’, ভেবেই গর্বিত ইমনও। সুখবরটা স্বামী নীলাঞ্জন ও বাবাকে জানিয়েছেন।

‘পুতুল’ সিনেমার পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘বাংলা সিনেমার জয়। বাংলা গানের জয়। আমার জানা নেই, যে কোনও বাংলা সিনেমার বিজিএম অস্কারের মঞ্চে গেছে নাকি। তাই এই জয়টা শুধু ব্যক্তিগত নয়, বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি খুশি’।

‘পুতুল’ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যও প্রাথমিক ধাপে মনোনীত হয়েছেন সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়। ইমনকে নিয়ে পরিচালক বললেন, ‘ইমন তো ভীষণ সোলফুল গায়িকা। গানটা ও খুব ভালোবেসে গেয়েছে। ওকে নিয়ে আলাদা করে আর কী বলব’।

পরিচালক আরও জানান, অস্কারের জন্য প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেন করতে হয়। মৌলিক বাংলা সিনেমার পরিচালকের হাতে ওতো টাকা নেই। তবে এই সাফল্যে তিনি খুশি। আপাতত তার পাখির চোখ পুতুল সিনেমার যুক্তরাষ্ট্রের রিলিজ ঘিরে। আগামী ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি, সেই সঙ্গে ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।

১লা নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের সমস্ত নমিনেশন জমা পড়েছিল। চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী ৯ই ডিসেম্বর থেকে। আগামী বছরের ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..