1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গল বিএনপি’র বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৫ বার পঠিত

এম এ রকিব : দীর্ঘ দিন পর নিজেদের মধ্যে বিগত দিনের ভেদাভেদ ভুলে দল গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির দ্বিধা বিভক্ত নেতৃবৃন্দরা। তার আগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।

আগামী ৫ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ে কর্মীসভার মাধ্যমে নতুন আহবায়ক কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হবে। সেই সভার প্রস্তুতি উপলক্ষে সোমবার রাতে মৌলভীবাজার জেলা শহরে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির বিবদমান দুটি অংশের নেতৃবৃন্দকে নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।

দীর্ঘ তিন ঘন্টাব্যাপী চলা এ বৈঠকে উভয় অংশের নেতৃবৃন্দের বক্তব্য তিনি ধৈর্য সহকারে শুনেন। পরে সকলে মিলেমিশে ঐক্য বদ্ধভাবে আগামী দিনের সভাকে সফল করার আহবান জানান তিনি। এসময় দুটি অংশের নেতৃবৃন্দ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃণমূলে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় জেলা বিএনপি’র আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপির রাজনীতি করতে হলে দলের হাইকমান্ডের নির্দেশনা পরিপূর্ণ ভাবে মেনে চলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা মেনে কাজ করতে আমরা বদ্ধ পরিকর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন, আমরা যারা বিএনপি করি, আমরা দলের স্বার্থে বিভেদ ভুলে এক টেবিলে বসতে হবে। এক সাথে দলের কাজ করতে হবে।

তিনি বলেন, সকল মতভেদ ও বিভেদ ভুলে গত ৪ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করে দিয়েছেন। উক্ত কমিটিতে আমাকে জেলা আহবায়কের গুরু দায়িত্ব অর্পণ করেন। আমি জেলা বিএনপির আহবায়ক হলেও আমি দলের স্বার্থে যেসব সাংগঠনিক সিদ্ধান্ত নেই তা আমাদের কমিটির সকলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে নেই। একক কোনো সিদ্ধান্ত নেই না।

তিনি বলেন, দলকে সকল পর্যায়ে সুসংগঠিত করে শক্তিশালী দলে পরিণত করতে হবে। আমরা সকলে এক ও অভিন্ন বিএনপি। ইতিমধ্যে রাজনগর ও কুলাউড়া উপজেলা বিএনপির বিভেদ অত্যান্ত সুন্দর ভাবে সমাধা করেছি। এখন সম্মেলনের মাধ্যামে কমিটি হবে। এর প্রক্রিয়া শুরু হয়েছে। ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করাটা দলের জন্য সুফল বয়ে আনবে ।

ময়ূন আরো বলেন, সর্বস্তরের নেতাকর্মীরা এখন বিপুল উৎসাহ উদ্দীপনায় উজ্জীবিত। আজকে শ্রীমঙ্গল বিএনপি’র সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে বসায় আমি অত্যান্ত আনন্দিত। আমাদের মধ্যে একে অপরের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এটি যেন বহাল থাকে। দলের অভিজ্ঞ নেতাদের দিয়ে আমরা সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়ক ও সমন্বয়কের টিমে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৈঠকে অংশ নেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল বিএনপির কর্মী সভার প্রধান সমম্বয়ক মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, মিছবাউর রহমান, আবুল কালাম বেলাল, গাজী মারুফ, দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল বিএনপি নেতা নুরুল আলম সিদ্দীকি, ইয়াকুব আলী, মকবুল হোসেন, তাজ উদ্দিন তাজু, মোছাব্বির আলী মুন্না, মীর এমএ সালাম, আব্দুল জব্বার, মহিউদ্দিন ঝাড়ু প্রমূখ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..