রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামে লন্ডন প্রবাসী মোবারক হোসেনের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা চাদা দাবীর অভিযোগ। এঘটনায় ৩ জনের নাম উল্লেখ পুর্বক গত ২৯ নভেম্বর মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসীর মাতা রোজিনা ইয়াছমিন। অভিযুক্তরা হলেন একই এলাকার আহাদ মিয়া, পলাশ মিয়া,শিমুল মিয়া, সর্ব পিতা-অনোয়ার মিয়া। লিখিত অভিযোগে উল্লেখ করেন গত ২৯ নভেম্বর সকাল ১১টা মৌজা: নিতেশ্বর, জে এল নং-১৭৭, খতিয়ান নং-১২৮৮, দাগ নং-৫০৫, ৫১২ জমির পরিমান ২১ শতক বাড়ী রকম ভূমিতে ছেলের কষ্টার্জিত টাকা দিয়ে বাসা নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় বিবাদীরা এসে বাধা বিপত্তি দিয়ে কাজের লোকসহ রোজিনা ইয়াসমিনকে মারধর করে মালামাল লুট করেন। পরে বিবাদীরা ভূমির বাউন্ডারি গেইটে জোরপূর্বক তালা ঝুলিয়ে দিয়ে ৫ লক্ষ টাকা চাদা না দিলে এখানে কোন রকম কাজ করা যাবেনা মর্মে খুন গুমের হুমকি ধমকি প্রদান করে চলিয়া যায়। নিরুপায় হয়ে প্রবাসী পরিবার মৌলভীবাজার সদর মডেল থানার দারস্থ হলে ঘটনাস্থলে পুলিশ এসে গেইটের তালা খোলে দেন। এর পর থেকে প্রবাসী পরিবার নিরপিত্তাহীনতায় ভুগতেছেন বলে জানান,তারা প্রশাসনের কাছে সু বিচার প্রার্থনা করেন।