1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বাংলাদেশে বৈশ্বিক হস্তক্ষেপ চায় কলকাতার ইসকন

  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সংখ্যালঘু নিপীড়নের কথিত অভিযোগে বাংলাদেশে বৈশ্বিক হস্তক্ষেপ চেয়েছে ইসকন। মঙ্গলবার কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমণ দাস এ হস্তক্ষেপ চেয়েছেন।

সোমবার বিধানসভায় তথাকথিত হিন্দু নির্যাতনের অভিযোগে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মমতার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন রাধা রমণ।

তিনি বলেছেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে কথা বলার জন্য এবং বৈশ্বিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য কৃতজ্ঞ। তিনি ঘটনাগুলো জানতে আমাকে নিয়মিত ফোন করেন এবং এটা জেনে অত্যন্ত স্বস্তিদায়ক যে তিনি ইসকনের ভক্ত ও সদস্যদের মধ্যে যারা বর্তমান পরিস্থিতিতে এখানে আশ্রয়ের আবেদন করবেন তাদের আশ্রয় দিতে চেয়েছেন।”

ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণকে সংগঠনের নেতা দাবি করে রাধা রমণ বলেছেন, “বাংলাদেশে গণতন্ত্র হুমকির মুখে এবং সংখ্যালঘুদের মৌলিক মানবাধিকারের সাথে আপোস করা হচ্ছে।”

তিনি বলেন, “বাংলাদেশে সম্পূর্ণ আইনি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়ছে যেখানে একজন ব্যক্তির আদালতের সামনেও নিজের পক্ষে কথা বলার মৌলিক অধিকার নেই। লঙ্ঘিত হচ্ছে সংখ্যালঘুদের মৌলিক গণতান্ত্রিক ও মানবাধিকার।”

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..