রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর প্রথম ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে।
লিটন দাসের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ৫ উইকেটের সুবাদে ১৫৫ রানে জয় পেয়েছে টাইগাররা। এই জয়ের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
আগামীকাল রোববার (১৮ জুলাই) হারারে ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুইদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই নামবে টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।