রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খলিলপুর ইউপির হলিমপুর এলাকা থেকে ঐ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়- পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় এক আসামী হলিমপুর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে- মৌলভীবাজার জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি ও ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলপুর ইউপিধীন হলিমপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (৫৫) গ্রেফতার করে পুলিশ।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান- গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহ আল মামুনকে বর্তমানে থানা হেফাজনে রাখা হয়েছে।