1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সব ভেদাভেদ ভুলে তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- ফয়জুর করিম ময়ূন

  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর ঐক্যবদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আজ শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর করিম ময়ূন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক এমপি এম, নাসের রহমান, হাজী মুজিবুর রহমান চৌধুরী, সাবেক সফল পৌর মেয়র ও বিএনপির কান্ডারী মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী, মিজানুর রহমান, আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশী মিছবাউর রহমান, হেলু মিয়া, এড; আবেদ রাজা, আশিক মোশারফ, আতাউর রহমান, দুরুদ মিয়া, মোয়াজ্জেম হোসেন মাতুক,মতিন বকস্, ফকরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুর রহিম রিপন, মনোয়ার আহমেদ রহমান,আবুল কালাম বেলাল, দুরুদ আহম্মদ, আনিসুজ্জামান বায়েছ, কমলগঞ্জ উপজেলা বিএনপি থেকে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া শফি, মো: আবুল হোসেন, অলি আহমদ খান ও ইকবাল পারভেজ চৌধুরী প্রমূখ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মাহমুদুর রহমান, গাজী মারুফ, সেলিম মো: সালাউদ্দিন,মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, মৌলভীবাজার জেলা যুবদল সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, কলেজ ছাত্রদল আহ্বায়ক জনি আহমদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী সোহেল, সাবেক জেলা বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন, ইকবাল পারভেজ চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা অতীতের সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, দলের দু:সময়ের ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে। বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশি বিদেশী নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে এব্যাপারে সজাগ থাকতে হবে।
এসময় কর্মী সমাবেশে কমলগঞ্জ উপজেলা পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..