1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান রুমেল আহমেদ,র বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: শ্বাসরুদ্ধ হয়ে দুই নারীর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

স্টাফ রিপোটার: মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমেদের বাড়িতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই নারী শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু। এ সময় ঘরের ভেতর ঘুমন্ত থাকা রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়। রাত আড়াইটার দিকে ঘটনা ঘটে।


সিকিউরিটি গার্ড জানান, রাত দুই ঘটিকায় ঘরের ভেতর আগুনের দাউ দাউ দেখে অনেকক্ষন ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে বাড়ির মুল গেইটে গিয়ে চিৎকার করতে তরতে কয়েকজন এগ্রিয়ে আসেন ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সবাই ঘরে থাকা দুজন মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ও আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পান। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..