1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী : মুফতি আমির হামজার ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ক্যারিয়ারে সম্ভবত সোনালী সময় অতিবাহিত করছেন রাশমিকা। সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমায় অভিনয় করে বেশ চর্চিত হচ্ছেন তিনি। রাশমিকা ইতোমধ্যেই ভারতের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মনে স্থান করে নিয়েছেন, হয়েছেন সমাদৃত। এই সুন্দরীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ। তবে এবার যেন ছাপিয়ে গেল সকল উদাহরণকে। মহান আল্লাহের সৃষ্টির উদাহরণ দিতে গিয়ে ওয়াজ মাহফিলে বিশ্বসুন্দরীর খেতাব পেয়ে গেলেন রাশমিকা।

সম্প্রতি এমনটাই ঘটে বিশিষ্ট আলেম এবং ইসলামী বক্তা আমির হামজার একটি ওয়াজ মাহফিলে। মহান রবের সৃষ্টির সৌন্দর্য বর্ণনা এবং তুলনামূলক আলোচনা করতে গিয়ে তিনি রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন। অবশ্য এক্ষেত্রে তিনি বিভিন্ন গণমাধ্যমকে রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন। তবে আমির হামজার এমন আলোচনা মূহুর্তেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। এমনকি ভিডিওটি হয়েছে রীতিমতো ভাইরাল। সাম্প্রতিক সময়ের ওই ভিডিওটিতে দেখা যায় আমির হামজা বলছেন, ‘এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭ টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ:)।

প্রসঙ্গত, ক্যারিয়ারে ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার৷ এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ততটা সফলতা পাননি। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার অসাধারণ সফলতার পর রাশমিকা জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে। অল্প সময়ের ব্যবধানে এই অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে ইতোমধ্যে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..