সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর নামক স্থানে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয় জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী।
রবিবার (১৮ জুলাই) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহহতেদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশ জানায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছেন।