রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি: সিলেট প্রেসক্লাবের হল রুমে ভয়েজ অব গ্লোবাল বাংলাদেশিজ সংগঠনের এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
আজ সোমবার বিকেলে ভয়েজ ফর গ্লোবাল বাংলাদেশিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান বলেন, বর্তমান সরকার যত তারাতারি সম্ভব নির্বাচন দিয়ে দেশের স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে।
আমাদের উদ্দেশ্য হচ্ছে যখনই নির্বাচন হোক না কেন একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে করা সম্ভব, সেটা নিশ্চিত করা। সকল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সহ এনআইডি করার কাজ সহজ করতে হবে। এছাড়াও লিখিত বক্তব্য পাঠ করেন প্রবীন সাংবাদিক লেখক ভয়েজ অব গ্লোবাল বাংলাদেশিজ এর মিডিয়া ডাইরেক্টার কে এম আবু তাহের চৌধুরী, ডিজি অহিদ আহমদ, ড. হুমায়ের রহমান চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন, প্রবাসী ময়েজ আহমদ, ফয়সল আহমদ, সাংবাদিক সৈয়দ মমসাদ আহমদ, মো. শাহজাহান মিয়া প্রমুখ।