মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে এসেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান।
নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ঘুরবে ট্রফিটি। পাকিস্তান, আফগানিস্তান পর্ব শেষ করে ট্রফিটি এখন বাংলাদেশ সফরে।
তারই অংশ হিসাবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টার সরকারি বাসভবন প্রঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ট্রফিটি ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।