শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:০০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের ফর্ম বলে দিচ্ছিল চ্যাম্পিয়নস লিগে আতালান্তার বিপক্ষে সহজ হবে না ম্যাচ। ইতালির ক্লাব আতালান্তা সমানতালে লড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে। তবে জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে শেষ হাসি হাসলো রিয়াল মাদ্রিদই। প্রতিপক্ষের ম্যাচে রিয়াল জিতেছে ৩-২ গোলে।
এই জয়ে পয়েন্ট টেবিলের ২৪ থেকে রা ১৮ নম্বরে উঠে লস ব্লাঙ্কোসরা। আগের চার ম্যাচের তিনটিতেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল কার্লো আনচেলত্তির দল। সেই শঙ্কা কিছুটা কমেছে মঙ্গলবার রাতের জয়ে। তবে নিজেদের মাঠে ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে আতালান্তা শট নেয় ২০টি। যার ৯টি লক্ষ্যে ছিল। রিয়াল ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। ম্যাচের ১০ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল করেন এমবাপ্পে।
চ্যাম্পিয়নস লিগে বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ডের মোট গোল হলো ৫০টি। চার মিনিট পর এমবাপ্পের শট রুখে দেন আতালান্তার গোলকিপার। ৩৬ মিনিটে কাধে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা আরেক ফরোয়ার্ড রদ্রিগো। ৫৬ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগে দলকে ফের এগিয়ে নেন ভিনিসিয়ুস। আতালান্তার খেলোয়াড়ের পায়ে লেগে আসা বল বক্সে পেয়ে গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। চোট কাটিয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেলেন ভিনি। পরের গোলেও জড়িয়ে ভিনিসিয়ুসের নাম। তার বাড়ানো বল ধরে গোল করেন ফর্মে থাকা জুড বেলিংহ্যাম। ৬৫ মিনিটে আরেকটি গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন আতালান্তার নাইজেরিয়ার ফরোয়ার্ড লুকমান। তবে বাকি সময়ে আর গোল না হলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।