1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মাদারীপুরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেঁকে বসছে কুয়াশাও

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : মাদারীপুর: ঘন কুয়াশা বিরাজ করছে চারপাশে। মধ্যরাত থেকেই দেশের অন্যান্য স্থানের মতো মাদারীপুরেও পড়তে শুরু করে কুয়াশা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন কুয়াশার পরিমাণও বাড়ছে। জেলার পথ-ঘাট ঢাকা পড়ছে ঘন কুয়াশায়। স্বল্প দূরত্বেও প্রায় কিছু দেখা যাচ্ছে না।

এদিকে কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েসহ জেলার সড়কগুলোতে যানবাহন চলাচল অনেকটাই বিঘ্নিত হচ্ছে। হেড লাইট জ্বালিয়েও দিক নির্ণয় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন যানবাহন চালকেরা। সড়ক-মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। একই সঙ্গে ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। মাদারীপুর জেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদ-নদীর চরাঞ্চলে দুর্ভোগ বেড়েছে মানুষের। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে নদী পাড়ের মানুষেরা।

এদিকে জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। কুয়াশার কারণে সব পরিবহনই হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। এছাড়া শীত ও কুয়াশার কারণে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকায় ছোট পরিবহনে যাত্রী সংকট রয়েছে।

পরিবহন চালক মো. কাশেম বলেন, ‘ভোর থেকেই প্রচুর কুয়াশা। সড়কে সামান্য দূরের কিছু দেখা যাচ্ছে না। হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে। ‘

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ভোরে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম এখন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে এবং গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে। ‘

এদিকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..