1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয় আর্সেনালের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আবারও নিজেকে আর্সেনালের অনুঘটক হিসেবে প্রমাণ করলেন বুকায়ো সাকা। জোড়া গোল করলেন তিনি। ইংলিশ ফরোয়ার্ডের জোড়া গোলে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে এএস মোনাকোকে ৩-০ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল।

বুধবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দুর্দান্ত জয়ে এক লাফে টেবিলের তিন নম্বরে চলে আর্সেনাল। অথচ ম্যাচ শুরুর আগে সেরা ৮ দলের মধ্যেই ছিল না গানাররা।

আর্সেনালের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো, যদি দুই ব্রাজিলিয়ান গাব্রিয়েল মার্টিনেলি ও গাব্রিয়েল হেসুস গোল মিস না করতেন। হেসুস গোল করতে না পারলেও আর্সেনালের প্রথম গোলে সহায়তা করেছেন। আর্সেনালের বেশকিছু ফুটবলার চোটে থাকায় বাধ্য হয়ে এই রাতে ১৮ বছর বয়সী মাইলেস লুইস স্কেলিকে মাঠে নামান কোচ আরতেতা। তবে ইংলিশ মিডফিল্ডার আরতেতাকে হতাশ করেননি। গানারদের প্রথম গোলে অবদান ছিল তার।

সাকা আর্সেনালের হয়ে প্রথম গোল করেন ৩৪ মিনিটে। হেসুসের অ্যাসিস্ট থেকে ৬ গেজর বক্সের ভেতর থেকে ডানপায়ের দারুণ শটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সাকা। এতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। মাঝবক্স থেকে গোলপোস্টের বাঁ পাশ দিয়ে বল জালে জমা করেন তিনি। আর্সেনালের হয়ে শেষ গোলটি করেন কাই হ্যাভেরটজ। সাকার অ্যাসিস্ট থেকে ৬ গজের বক্স থেকে দারুণ শটে গোল করেন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। এতে ৩-০ গোলে জয় নিশ্চিত হয় আর্সেনালের।৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে ফরাসি লিগ ওয়ানের ক্লাব মোনাকো।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..