রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অভিনেত্রী রুনা খান একটি সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “অভিনয়শিল্পীরা ভাইরাল হতে চান না। আপনারাই তাদের ভাইরাল করেন, কারণ এটি আপনাদের রুজিরুটির একটি অংশ। আপনাদের ভিউজ দরকার, টিআরপি দরকার।
রুনা খান আরও বলেন যে শিল্পীরা তাদের কাজ ও প্রতিভার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে চান, ভাইরাল হওয়ার প্রতিযোগিতা তাদের লক্ষ্য নয়। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, শিল্পীদের কাজকে সম্মান দিয়ে উপস্থাপন করার জন্য এবং শুধুমাত্র ভিউস বা টিআরপির পেছনে না দৌড়ানোর জন্য।
এই মন্তব্য শিল্পী ও মিডিয়া জগতের একটি বাস্তব দিক উন্মোচন করেছে। এটি শুধুমাত্র রুনা খানের নয়, অনেক শিল্পীরই অভিমত, যারা শুধুমাত্র কাজের মাধ্যমে পরিচিতি লাভ করতে চান। রুনার বক্তব্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন; চ্যানেলের প্রয়োজন, পত্রিকার প্রয়োজন।
অভিনেতার প্রয়োজন নয়।’- সম্প্রতি ঢাকা ফ্যাশন শো’তে হাজির হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রুনা খান।’
তবে তীব্র শীতের মধ্যেও রুনা খান খোলামেলা পোশাকে হাজির হয়েছে। আর এতে নানাজনে নানান মন্তব্য করছেন।