1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বিয়ের ছয়মাসে অন্তঃসত্ত্বার গুঞ্জন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : চলতি বছর জুন মাসে প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের পরেই ছুটে যান মুম্বাইয়ের একটি হাসপাতালে। সেখান থেকে বের হওয়ার সময় পড়েন ছবি শিকারীদের কবলে। আর তখনই ছড়িয়ে পড়ে, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা!

এর মাঝে কেটে যায় ছয়মাস। সম্প্রতিই এক অনুষ্ঠানে দম্পতিকে দেখা যায় অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থর সঙ্গে। সেখানেও সোনাক্ষীকে দেখা যায় খানিকটা পৃথুল চেহারায়। আর এতেই যেন সোনাক্ষীর মাতৃত্ব নিয়ে শুরু হয় ফের আলোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, তিনি আসলে অন্তঃসত্ত্বা নন, মোটা হয়ে গেছেন।

বিয়ের পর সাধারণত নবদম্পতিরা বিভিন্ন আমন্ত্রণ পেয়ে থাকেন, সেখানে খাওয়া-দাওয়ায় হয় ভরপুর। সোনাক্ষী-জাহিরের বেলায়ও একই বিষয় ঘটেছে। তাই তো নিজের শরীর বেড়ে যাওয়ার পেছনে এটিও একটা কারণ হতে পারে বলে জানান।

সোনাক্ষীর কথায়, ‘বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। আমরা সত্যিই ঘুরে বেড়াচ্ছি। এই নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন।বহু আমন্ত্রণ এসেছে। কিছু দিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন। আরে! আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারব না?’
বিয়ের আগে টানা সাত বছর সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। ২৩ জুন বসেছিল তাদের বিয়ের আসর। তবে বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। ঘরোয়া আবহেই বিয়ে সেরেছিলেন দু’জনে। পরে বিলাসবহুল রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল প্রীতিভোজের।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..