মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
এস এম ফজলু :: পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় সঙ্গীয় অফিসার এএসআই রকি বড়ুয়া, এসআই আজিজুর রহমান নাঈম ও সঙ্গীয় ফোর্সসহ ১৭/০৭/২০২১ খ্রি. রাত ২৩.৫৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন নতুন বাজারের অন্তর্গত হোটেল মুন এর দ্বিতীয় তলা থেকে ১। মালেক হোসেন পিচ্চি সোহেল(২৮), পিতা- মৃত আনিস হোসেন, মাতা- মোছা হালিমা বেগম, সাং- জালালিয়া রোড ০৩ নং ওয়ার্ড, শ্রীমঙ্গল পৌরসভা, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার ও ২। সাহিদ আহমেদ (৩২), পিতা- আব্দুল মতিন, মাতা- হাবিবুন নেছা, স্থায়ী ঠিকানাঃ সাং- উত্তর বাজার, থানা- চুনারুঘাট, জেলা – হবিগঞ্জ। বর্তমান ঠিকানাঃ সাং- ভানুগাছ রোড ১০ নাম্বার, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে।
মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।