রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: আগামী ২১ ডিসেমৌলভীবাজার জেলা জামায়াতের ২১ ডিসেম্বর কর্মী সম্মেলনে আসছেন ডা. শফিকুর রহমানম্বর নতুন সাজে সজ্জিত হবে মৌলভীবাজার সরকারি স্কুল মাঠ। স্বাধীনতা পরবর্তী প্রকাশ্যে জনসভায় সংগঠনের প্রধান কান্ডারী আমীরে জামায়াতের উপস্থিতিতে জেলার প্রাণকেন্দ্রে এটাই প্রথম কর্মী সম্মেলন। সম্মেলনকে ঘিরে জনশক্তির পাশাপাশি সর্বস্তরের জনগণের মধ্যে উচ্ছাস ও আগ্রহ প্রচুর। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন পরিবেশে ভিন্ন আঙ্গিকে বরণ করতে যাচ্ছে এ জেলার কৃতিসন্তান মজলুম জননেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও জাতির আবেগের স্থান জেলার শীর্ষ উলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত পৌঁছানো হয়েছে। দাওয়াত থেকে বাদ পড়েনি প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ।
আগস্ট বিপ্লবের অগ্রনায়ক, বিশ্বের নতুন ইতিহাস সৃষ্টিকারী ছাত্রদের উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো। সম্মেলনে রয়েছে মহিলাদের জন্য বিশেষ স্থান। প্রবাস থেকে সম্মেলনের বক্তব্য শোনার জন্য থাকছে জেলার পেইজে লাইভ। বিশাল মাঠের পশ্চিমপ্রান্তে পূর্বদিকে মুখ করে তৈরি হচ্ছে মঞ্চ। সামনে থাকবে বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের পূর্বদিকে প্রধান প্রবেশপথ। মাঠের দক্ষিণে পানি ও স্যানিটেশন বিভাগ, পূর্ব উত্তর দিকে থাকবে মেডিকেল সেবা ও প্রকাশনা বিভাগের ব্যানার সম্বলিত স্টেইজ। মাঠের উত্তর পাশে তিনটি ছোট্ট গেইটের দু’টি খোলা থাকবে।অডিটৌরিয়ামের দক্ষিণ পাশে রয়েছে মোটর সাইকেল রাখার বিশেষ স্থান। পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট, মিছিল জনগণের নজর কাঁড়ার মত। সোশ্যাল মিডিয়ার শীর্ষে স্থান পেয়েছে কর্মী সম্মেলনের নিউজ। সাংস্কৃতিক পরিবেশনার রিহার্সেল চলছে। গ্রাম থেকে শহরে ২১ ডিসেম্বর সারাদিন নারায়ে তাকবীরের স্লোগানের মুখরিত হবে মৌলভীবাজার জেলা। মুক্ত পরিবেশে জাতির দিক নির্দেশনা ও জেলাবাসীর মৌলিক সমস্যার সমাধান নিয়ে বক্তব্য রাখবেন আমীরে জামায়াত, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
কত হাজার লোক উপস্থিত হতে পারে সম্মেলন, কেমন সুশৃংখল হবে, দলীয় পরিমন্ডলের বাহিরে দর্শক-শ্রোতা কেমন হবে, এমনি অনেক প্রশ্নসহ সম্মেলনকে ঘিরে রয়েছে বিরাট কৌতূহল। জনগণের প্রত্যাশা অনেক। সর্বশেষ প্রস্তুতিতে তৎপর রয়েছেন সংগঠনের নেতাকর্মী। অপরূপ সাজে সজ্জিত হচ্ছে মাঠ।
এ যেন শিল্পীর আঁকা ছবি।