1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সুদানের দারফুরে হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৯

  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সুদানের উত্তর দারফুরে শুক্রবার ভোরে একটি হাসপাতালে ড্রোন হামলায় ৯ জন নিহত হয়েছে।  হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় আহত হয়েছে আরও ২০ জন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় আল-ফাশিরে এই হামলার নিন্দা জানিয়েছে। তাদের দাবি আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ড্রোন থেকে চারটি রকেট ছোড়েছে। খবর আনাদোলু আল-ফাশিরে ত্রাণ কার্যক্রমে জড়িত একটি প্রতিরোধ কমিটি জানিয়েছে, এই হামলা সৌদি হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়েছিল। কমিটি আরও জানায়, হামলার ফলে হাসপাতালটি চিকিৎসা সেবা প্রদান বন্ধ করতে বাধ্য হয়, যা শহরের একমাত্র হাসপাতাল ছিল। ১০ মে থেকে আল-ফাশিরে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। শহরটি জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর জন্য দারফুর অঞ্চলে মানবিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। আরএসএফকে সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে মতভেদের থেকে ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানে সেনাবাহিনীর জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগালো মধ্যে সংঘাত শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাতের ফলে ১৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, প্রায় ১ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ২ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ মানবিক সহায়তার প্রয়োজন পড়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..