শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টদের উপর হামলার ঘটনায় সম্পৃক্ত বিএনপি নেতার হত্যা চেষ্টা মামলার জাহার নামীয় আসামি উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের আওয়ামী লীগ নেতা মো. জামাল দ্দিনসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপর দুই গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামি হলেন- মো. উনু মিয়া (৩২) ও আব্দুল হান্নান (৫৩)।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৩ আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।