মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারে কুলাউড়ায় দ্বিতীয় বারের মতো ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা ভিত্তিক “সাইফুর-হোসনা স্কলারশীপ” পরীক্ষা-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শনিবার (১৪ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় মাদ্রাসার হলরুমে এই মেধাবৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার সুপার কাজী মাওলানা আব্দুস সামাদ কয়েস। পরীক্ষার কেন্দ্র পর্যবেক্ষণ করেন সাংবাদিক আলাউদ্দিন কবির, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, মাদ্রাসা কমিটির সহ-সভাপতি মুহিত মিয়া, শিক্ষক আব্দুল মজিদ, সমাজসেবক সিরাজ মিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
মাদ্রাসার সুপার কাজী মাওলানা আব্দুস সামাদ কয়েস জানান, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ম পুরস্কার হিসেবে রয়েছে সার্টিফিকেটসহ নগদ ১৫ হাজার টাকা, ২য় পুরস্কার নগদ ১২ হাজার টাকা, ৩য় পুরস্কার নগদ ১০ হাজার টাকা। এরআগে গত বছরের ৪ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ৫ম ও ইবতেদায়ী পর্যায়ে মোট ৮শ ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মূলত শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতিযোগিতা বাড়াতে ও ইসলামী শিক্ষার বিষয়ে ধারণা অর্জনের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, কুলাউড়া সদর ইউনিয়নের নাজিরের চক গ্রামের বাসিন্দা, সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুর রহমান সাইকু নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। সাইফুর রহমান ও তাঁর সহধর্মিণী হোসনা বেগমের পৃষ্ঠপোষকতায় গত বছর থেকে এই মেধাবৃত্তি চালু হয়।