রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
অর্জুন দেবনাথ :মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
গতকাল শনিবার (১৭ জুলাই) দুপুরে সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নে অভিযান পরিচালনা করে পুলিশ ঘাটিবস্তি এলাকা থেকে মৃত ফজর আলীর ছেলে মোঃ টেনু মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. জাকির হোসেন, এএসআই মো. সামসুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ব্যাপারে একটি মাদক আইনে মামলা রুজু হয়েছে।