শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
এম এম সামছুল ইসলাম :: সিলেটে লাফিয়ে বাড়ছে করোনা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৌলভীবাজারের জুড়ীতে করোনা ভাইরাসের প্রকোপ। এ পর্যন্ত জুড়ীতে করোনায় আক্রান্ত হয়ে আইসুলেশনে আছেন ৬৫ জন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৪ জন। উপজেলার বড়ধামাই গ্রামের মৃত কেরামত আলী ছেলে মোঃ রবি মিয়া (৬৫) করোনা আক্রান্ত হয়ে রবিবার (১৮ জুলাই) মৃত্যু বরণ করেছেন। তিনি গত ৭ দিন পূর্বে করোনা পরীক্ষা করলে তার করোনা পজেটিভ ধরা পড়ে। দাফন কাজে সহযোগিতা করেন ইকরামুল মুসলিমিন মৌলভীবাজারের বড়লেখার সদস্যবৃন্দ। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ মোঃ রবি মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।