রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারীক্লাবের উদ্যোগে করেনায় আয় রোজগারহীন মানুষের বাড়ি বাড়ি পৌছে দেয়া হচ্ছে চাল, ডাল, তেল, লবনসহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
সোমবার সকালে ঈদ উপহার হিসেবে শ্রীমঙ্গল রোটারী ক্লাবের সদস্যরা ভাগ হয়ে বিভিন্ন এলাকায় দেড়শত পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এর আগে রবিবার বিকেলে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ রোটারী ক্লাব প্রাঙ্গনে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন রোটারী ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক টেইনার অবসর প্রাপ্ত কর্ণেল পিডিজি এম আতাউর রহমান পীর ।এ সময় উপস্থিত ছিলেন, রোটারীক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, এডিশনার ডিস্ট্রিক ট্রেইনার পিপি এ কে এম সামছুল হক ও পিপি এ এইচ এম ফয়সাল, পিপি সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট পিপি মিঠন পাল, সাবেক সেক্রেটারি শাহ আরিফ আলী নাসিম, প্রেসিডেন্ট ইলেক্ট লিটন পাল, পিপি অবিনাশ আচার্য, পিপি সাজ্জাদূর রহমান চৌধুরী, পিপি মনওয়ার হোসেন মিলন, পিপি নাঈম শরফরাজ, পিপি ফেরদৌস আলম, রোটারিয়ান জাকারিয়া আহমদ, জামাল উদ্দিন আহমেদ, পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল এর প্রধান শিক্ষক দিল আফরোজ ও সহকারী শিক্ষক দেব অর্জমা অরা প্রমূখ।