1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

কমলগঞ্জে জুয়েল হত্যা: ৩ আসামীর আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৩০ বার পঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ:: দীর্ঘ ২৮ দিন পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের জুয়েল হত্যা মামলার ৩ আসামী সোমবার মৌলভীবাজার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করে। আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ২১ জুন সকালে কয়েকজন সিএনজি অটোচালকদের কিল ঘুষির আঘাতে মাটিতে পড়ে নিহত হয় শমশেরনগর বাজারের জায়েদা টাওয়ারের মালিক জুয়েল আহমেদ (৪৫)।
মৌলভীবাজার আদালত সূত্রে জানা যায়, সোমবার (১৯ জুলাই) সিলেট আদালতের আইনজীবি আনোয়ার হোসেনের মাধ্যমে জুয়েল হত্যা মামলার আসামী সিএনজি অটো চালক শারফিন মিয়া, আহমদ আলী ও ইসমাইল মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ ৩ নং আমলী আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ হাকিম সালেহ আহমেদ এর আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম বলেন, তিনিও শুনেছেন সোমবার আদালতে উঠে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন আসামিরা। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
নিহত ব্যবসায়ী জুয়েল আহমেদের স্ত্রী বুশরা বেগম বলেন, ঘটনা ও মামলার পরও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। তারা স্থানীয় একটি প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে থেকে অবশেষে সিলেটের একজন আইনজীবি নিয়োগ করে রীতিমত পরিকল্পনা করেই সোমবার আদালতে আত্মসমর্পণ করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রভাবশালী মহলটি ময়না তদন্তের প্রতিবেদন পরিবর্তনেরও অপচেষ্টা করছেন। তিনি স্বামী হত্যার সুবিচার প্রার্থনা করেন।
উল্লেখ্য, বন্ধু মুকুল মিয়ার ছেলেকে সিএনজি অটোচালক আহাদ মিয়ার ছেলে মুন্নার নেতৃত্বে মারপিট করা হয়েছিল। এ ঘটনার প্রতিবাদ করায় ২১ জুন সকাল সোয়া ১২ টায় প্রতিপক্ষের হয়ে সিএনজি অটোচালক শারফিন মিয়ার নেতৃত্বে একদল সিএনজি অটোচালক অতর্কিতে এসে জুয়েল আহমেদকে কিলঘুষি মারলে ঘটনাস্থলে সে গুরুরতভাবে আহত হয়। তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছিলেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..