প্যানেল মেয়র নাহিদ হোসেনের উদ্যোগকে ও বিশিষ্ট ব্যবসায়ী শিপন আহমদ এর সহযোগিতায় রাস্তার পাশে ড্রেইনের উপর স্যাল্ব নির্মাণ
আপডেট টাইম :
সোমবার, ১৯ জুলাই, ২০২১
৬২৪
বার পঠিত
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ এর লিংক রোডের রাস্তার পাশে ড্রেইনের উপর স্যাল্ব নির্মাণ করলেন বিশিষ্ট ব্যবসায়ি,
মনপুরা টাওয়ার এন্ড মনপুরা মটরস এর স্বত্বাধিকারী শিপন আহমদ পাপ্পু। পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র মোঃ নাহিদ হোসেনের আহবানে সাড়া দিয়ে তিনি এলাকার সৌন্দর্য বর্ধনের লক্ষে দক্ষিণ কলিমাবাদ লিংক রোডের রাস্তার পাশে ড্রেইনের উপর স্যাল্ব দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। শিপন আহমদের এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নির্মাণ কাজের সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব, মাহবুব ইজদানী ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ মুক্তা, পলাশ আহমদ, ফরিদ আহমদ, আব্দুর রাজ্জাক ছৌধুরী ও শামীম আহমদ প্রমুখ।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৬১১-৯০৬৪১৪.(ওয়ার্সআপ) ০১৭৬১৭১৫৭৮৬
প্রধান উপদেষ্টা :এডভোকেট মুজিবুর রহমান মুজিব ।।
পৃষ্টপোষক: সৈয়দ গৌছুল হোসেন//
বাংলাদেশ অফিস:জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার- ৩২০০।
বার্তা সম্পাদক ও ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭।
আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯
লন্ডন অফিস:শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : [email protected]/ [email protected]