মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি :: শেষ ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও ১১ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ৩৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যুবরণ করাদের মধ্যে ৬ জন সিলেটের, ১ জন সুনামগঞ্জ, ১ জন হবিগঞ্জ এবং ৩ জন মৌলভীবাজারের বাসিন্দা।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন শনাক্তদের মধ্যে ১৮০ জন সিলেটের, ৫৪ জন সুনামগঞ্জের, ৪০ জন হবিগঞ্জের এবং ২৬ জন মৌলভীবাজারের বাসিন্দা। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৬০ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৭০ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারের ৪৭ জন রয়েছেন।