রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির:: মৌলভীবাজার জেলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন সাথে সদর উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ ২জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন বলেন, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগান নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন মৌলভীবাজার।এছাড়াও মৌলভীবা
জার সদর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় তিনি সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনার তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন। সভায় সাংবাদিকসহ অন্যারা তাদের বক্তব্যে সদর উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনার তথ্য তুলে ধরে তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সার্বিক কল্যাণে নিবেদীত হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে সবার সহযোগিতা চান।
জেলা পর্যায়ের কর্মরত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুধী সমাজ ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের সাথে সদ্য যোগদানকৃত মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মতবিনিময় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ছাদিক আহমেদ, এস এম উমেদ আলী, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার স্টাফরিপোটার দুরুদ আগমদ, মনিরুজ্জামান, সাংবাদিক মু. ইমাদ উদ দীন, সহ বার্তা সম্পাদক ছালেহ আহমদ সলিপক, এম এ হামিদ, মাহবুবুর রহমান দৈনিক আমার বার্তা,একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেল আলী প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্নালী দাশ, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।