1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ছাত্রদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলে।

মির্জা ফখরুল বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে। শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলন একই সঙ্গে জনগণের আন্দোলন সব মিলিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তারা যখনই ক্ষমতায় আসে, গায়ের জোরে টিকে থাকতে চায়। দেশের সবকিছু ধ্বংস করে দেয়।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার পাশাপাশি গণতন্ত্র এবং মানুষের অধিকারকে রক্ষা করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। এ বিষয়গুলো সামনে রেখে আমাদের এগুতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের বৈষম্য ও দুর্নীতিকে দূর করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ যেন ভোট দিতে পারে সে ব্যবস্থার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আজকে আমাদের ঐক্য প্রয়োজন। বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রের ঐক্য।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..