বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির ১৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বাহারমর্দানের নিজ বাড়িতে এই অভিষেক হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন মাতুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি বদরুল আলম, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সম্পাদক আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম জাফর, আশরাফ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল আহমদ, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তুয়েল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান বায়েছসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।